সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি :১৩ জুন-২০২২,সোমবার।
“শিশু ও নারী উন্নয়নে সচেতনতামুলক যোগাযোগ কার্যক্রম ( ৫ম পর্যায়) শীর্ষক ” প্রকল্পের আওতায় এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ জুন সোমবার আদমদীঘি উপজেলা সভাকক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের গনযোগাযোগ অধিদপ্তারাধীন জেলা তথ্য অফিস বগুড়ার
উদ্যোগে এই ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।
আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার শ্রাবণী রায়ের সভাপতিত্বে ও তথ্য অফিস বগুড়ার জুলফিকার মো: আব্দুর রউফের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু।
আরো বক্তব্য রাখেন, বগুড়ার সিভিল সার্জন ডা: শফিউল আজম, সিনিয়র তথ্য অফিসার বগুড়া কবির উদ্দিন, ওসি জালাল উদ্দীন, ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, আব্দুস ছালাম, মহিলা বিষয়ক কর্মকর্তা বরুন চন্দ্র প্রমূখ। কর্মশালায় উপজেলার জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, মসজিদের ইমাম, ও বিভাগীয় কর্মকর্তাবৃন্দ অংশ গ্রহন করেন।