সজীব হাসান , (বগুড়া) প্রতিনিধিঃ১২ সেপ্টেম্বর-২০২২,সোমবার।
বগুড়া জেলার আদমদিঘী উপজেলার সান্তাহার পৌরসভার হাউজিং কলোনি মহল্লায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে গতকাল সোমবার বেলা এগারো ঘটিকার সময় কাওসার নামের একজন মাদক কারবারি কে হেরোইনসহ হাতে নাতে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া ‘ক’ সার্কেলের সদস্যরা। জানা গেছে, ১২ সেপ্টেম্বর রোজ সোমবার বেলা এগারো ঘটিকার সময় সান্তাহার পৌর সভার অন্তর্গত হাউজিং কলোনি পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের মূল ফটকের সামনে পাকা রাস্তার উপর থেকে চারটি পুরিয়াতে বিশেষ কায়দায় মোড়ানো দুই গ্রাম হেরোইনসহ উক্ত আসামিকে হাতে নাতে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি কাওসার হাবিব (২৮) নওগাঁ জেলার মহাদেব পুর উপজেলার কলসা পাড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া ‘ক’ সার্কেলের পরিদর্শক জনাব ইব্রাহিম খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ বেলা এগারো ঘটিকার সময় উল্লেখিত স্থানে সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে আসামি কাওসারকে দুই গ্রাম হেরোইনসহ হাতে নাতে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আদমদিঘী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।