মোঃ আশরাফুল ইসলাম ,বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ১৩ ফেরুয়ারী-২০২০,বৃহস্পতিবার।
নওগাঁর বদলগাছীতে বালুভরা হাট সংলগ্ন ছোট যমুনা নদীর উপর নির্মিত নতুন ব্রিজের এ্যাপ্রোচ সড়ক নির্মাণে নিম্নœমানের ইটের খোয়া ব্যবহার করার অভিযোগ উঠেছে। অবাধে ৩নং ইটের খোয়া ভেংগে সড়কে ফেললেও দেখার কেউ নেই। উপজেলা প্রকৌশলী অধিদপ্তর সূত্রে জানা যায়, বালুভরা এনায়েতপুর পালপাড়া ঘাটে ছোট যমুনা নদীর উপর ব্রীজ নির্মাণে ৮ কোটি ৬৪ লক্ষ ৮৯,৭৭২ হাজার টাকা বরাদ্দ করা হয়। ২০১৭ সালের ৩১ আগস্ট কার্যাদেশ নিয়ে চাপাইনবাবগঞ্জ জেলার আব্দুল মান্নান এ- মুমিনুল জেভি নামে ঠিকাদারি প্রতিষ্ঠান ব্রীজের নির্মাণ কাজ শুরুু করেন। ইতিমধ্যে ব্রীজের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এখন নির্মাণ করা হচ্ছে ব্রীজের এ্যাপ্রোচ সড়ক। এ্যাপ্রোচ সড়ক নির্মাণে ১নম্বর ইট-খোয়ার সঙ্গে অবাধে ব্যবহার করা হচ্ছে ৩নম্বর ইটের খোয়া। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বললে তারা জানান, ৩নম্বর ইটের খোয়া ব্যবহার করতে নিষেধ করলে ঠিকাদারের লোকজন কাউকে তোয়াক্কা করছে না। এলাকাবাসীর অভিযোগে তথ্য সংগ্রহ কালে দেখা যায়, ব্রিজের নির্মাণ শ্রমিকরা অবাধে ৩নম্বর ইটের খোয়া ভাংতে দেখা যায়। এসময় সেখানে উপস্থিত ঠিকাদারের ম্যানেজার স্বপনের সঙ্গে কথা বললে তিনি জানান, শ্রমিকদের থাকার জন্য নিম্নমানের ইট দিয়ে থাকার ঘর নির্মাণ করা হয়েছিল। এখন ব্রিজের কাজ শেষ। ঘরের ইটগুলি কী করবো, তাই খোয়া করে সড়কে ফেলা হচ্ছে। ম্যানেজার স্বপন আরো জানায়, ঠিকাদার নুরুল ইসলাম কাজটি ব্যস্তবায়ন করছেন।
ঠিকাদার নুরুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোন রিসিভ হয়নি।
এ বিষয়ে বৃহষ্পতিবার বিকালে উপজেলা প্রকৌশলী মোখলেছুর রহমান এর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি নতুন যোগদান করে ১দিন অফিস করেছি তবে বিষয়টি আমি দেখব।
পরিশেষে ঠিকাদারের লোকজন কাজের সমাুুপনীতে ১নম্বর ইটের খোয়া দিয়ে ৩নম্বর ইটের খোয়া ঢেকে দিলেন।
কালের কাগজ/প্রতিনিধি/জা.উ.ভি