কালের কাগজ ডেস্ক:২৮ মার্চ-২০১৯,বৃহস্পতিবার।
রাজধানীর বনানীর অগ্নিকাণ্ডের ঘটনা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন তিনি।
বৃহস্পতিবার গণভবন সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটে ২১ তলা ভবনের ৯ তলায় এ আগুন লাগে।
এখন পর্যন্ত দুইজন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া আহত ২৫ জনকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় বনানীর প্রায় সব প্রতিষ্ঠানের কার্যালয় বন্ধ করে দেয়া হয়। বিদ্যুৎসহ জরুরি সেবার সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এনায়েতউল্লাহ বলেন, বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট কাজ করছে