রাজবাড়ী প্রতিনিধি :২৩ জুলাই ২০১৯, মঙ্গলবার।
বন্যার কারণে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
রাজবাড়ী জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান জানান, নির্বাচন কমিশন থেকে এই দুইটি ইউনিয়নের সার্বিক বন্যা পরিস্থিতি সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। ইউনিয়ন দুইটির মধ্যে দেবগ্রামের ৭টি ও দৌলতদিয়ার ১টি ভোটকেন্দ্র বন্যার পানিতে নিমজ্জিত হওয়াসহ সেগুলোর আশেপাশের এলাকা তলিয়ে যাওয়ার কথা জানানো হয়েছে। এর প্রেক্ষিতে নির্বাচন কমিশন থেকে ইউনিয়ন দুইটির নির্বাচন স্থগিত করার কথা মঙ্গলবার বিকালে আমাদেরকে মৌখিকভাবে জানানো হয়েছে। এ সংক্রান্ত চিঠি পাওয়ার পর গণবিজ্ঞপ্তি জারি করা হবে।
উল্লেখ্য, নদী ভাঙনজনিত সমস্যার কারণে নির্ধারিত সময়ের প্রায় ৩ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া দেবগ্রাম ও দৌলতদিয়া ইউনিয়নে মোট ৮৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। তাদের মধ্যে ৫ জন চেয়ারম্যান প্রার্থী, ৫৬ জন সাধারণ সদস্য প্রার্থী এবং ২৪ জন সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী ছিলেন।