মুক্তার হাসান টাঙ্গাইল থেকে:২৮ জুলাই-২০১৯,রবিবার।
বন্যা ও ডেংগু নিয়ন্ত্রনে যথাসময়ে পদক্ষেপ না নেয়ায় সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড.খ. মোশারফ হোসেন। বন্যার আগেই ভারতের সাথে কথা বলে বাংলাদেশের উজানের গেইট গুলি নিয়ন্ত্রন করা যেত। কিন্তু এ সরকার তা করতে পারেনি। রোববার দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুরে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী বলেন, সময়মত পদক্ষেপ না নেয়ায় সরকার ডেংগু মোকাবেলায় সম্পূর্ন ব্যর্থতার পরিচয় দিয়েছেন। ডেংগু এখন দেশে মহামারি আকার ধারন করেছে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকু, যুবদলের সাধারন সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও জেলা বিএনপির সাধারন সম্পাদক ফরহাদ ইকবালসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।
কালের কাগজ/প্রতিনিধি/জা.উ.ভি