বরিশাল প্রতিনিধি :১৯এপ্রিল২০১৯,শুক্রবার।
বরিশার সদর উপজেলার চরমোনাইয় ইউনিয়নে রেজাউল করিম রিয়াজ (৪০) নামে এক ব্যক্তিতে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার ভোররাতে চরমোনাইয় ইউনিয়নের বুখাইনগরে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে সকালে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নিয়েছে।
মৃত রেজাউল করিম রিয়াজ ওই এলাকার ছাত্তার হাওলাদারের ছেলে ও পেশায় দলিল লেখক।
নিহতের স্বজনরা জানান, স্ত্রী লিজাকে নিয়ে রাতে ঘুমাতে যান রিয়াজ। শুক্রবার ভোররাত সাড়ে ৩টার দিকে রেজাউল করিম রিয়াজের বসতঘরের মধ্যেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বসতঘরের একপাশে ছোট একটি সিঁদকাটা রয়েছে, তবে তা দিয়ে মানুষ ভেতরে আসা নিয়ে সন্দেহ রয়েছে।
বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম।
তিনি বলেন, এটি নিঃসন্দেহে একটি হত্যাকাণ্ড। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন, বিভিন্ন আলামত ও তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।
যারাই এর সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে বলে জানান ওসি।
কালের কাগজ/প্রতিনিধি/জা.উ.ভি