রাজবাড়ী প্রতিনিধি ৬:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
রাজবাড়ীতে ১৫ কেজি গাঁজাসহ এক দম্পতিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
মঙ্গলবার বিকেলে জেলা শহরের ভকেশনাল রোডের একটি ভাড়া বাসা থেকে মাদকসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃত শাকিল সেখ (২৪) সদর উপজেলার লোকসেড এলাকার মৃত মোস্তফা সেখের ছেলে এবং কাজলী বেগম (২২) সাকিলের স্ত্রী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক তানভীর হোসেন খান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সাকিল সেখের ঘর থেকে বস্তা ভরা অবস্থায় ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
আটককৃত সাকিলের বিরুদ্ধে এর আগে ৪/৫টি মাদক মামলা রয়েছে বলেও জানান তিনি।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক এনামুল হক বাদী হয়ে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন।কালের কাগজ/প্রতিবেদক/জা.উ.ভি