নিজস্ব প্রতিবেদক:২২ এপ্রিল-২০১৯,সোমবার।
শ্রীলঙ্কায় হামলায় বাংলাদেশে কোনো রেড অ্যালার্ট জারি করা হয়নি। তবে বাংলাদেশ সতর্ক আছে।
শ্রীলঙ্কায় শেখ সেলিমের নাতি জায়ান নিহতের ঘটনায় সোমবার তার বাসায় সান্ত্বনা দিতে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বারাষ্ট্রমন্ত্রী বলেন, হোলি আর্টিজানের হামলা আমরা শক্তভাবে মোকাবেলা করেছি। এরপর অভিযানও হয়েছে। বাংলাদেশে আর তেমন কোনো জঙ্গি তৎপরতা নাই।
উল্লেখ্য, গতকাল রোববার সকালে ইস্টার সানডেতে দেশটির তিনটি গির্জা, চারটি হোটেলসহ অন্তত আটটি স্থানে সিরিজ বোমা হামলা হয়। হামলায় এখন পর্যন্ত ৩৬ বিদেশিসহ ২৯০ জন নিহত ও ৫০০ আহত হয়েছেন।
এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে সন্দেহভাজন ২৪ জনকে আটক করেছে।
হামলার পর গুজব বন্ধে সরকার দেশটিতে সাময়িকভাবে সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেয়।
এরপর রোববার সন্ধ্যা ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত কারফিউ জারি করেছিলেন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা।
কালের কাগজ/প্রতিবেদক/জা.উ.ভি