মুক্তার হাসান,টাঙ্গাইল প্রতিনিধি:২৯ অক্টোবর-২০২২,শনিবার।
“কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের বাসাইলেও পালিত হলো কমিউনিটি পুলিশিং ডে-২০২২। দিবসটি উপলক্ষে শনিবার (২৯ অক্টোবর) সকাল১০ টায় বাসাইল থানার পক্ষ হতে এক র্যালী বের করা হয়। র্যালিটি বাসাইল থানা হতে যাত্রা শুরু করে পৌর এলাকার গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন উপলক্ষে থানা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বাসাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সখীপুর সার্কেলের এসপি এমএম রকিবুল রাজা , বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাসাইল উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মতিউর রহমান গাউস, পৌর মেয়র আব্দুর রহিম আহমেদ, তদন্ত কর্মকর্তা আবু হানিফ সরকার,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম, বাসাইল ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন, সরকারি জোবেদা-রোবেদা মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান আপেল, বাসাইল প্রেসক্লাবের সভাপতি এম শহিদুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র বাবুল আহমেদ, পৌর আথলীগের সাধারন সম্পাদক প্রদীপ কুমার সরকার প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা সেকেন্ড অফিসার টিটু চৌধুরী। এছাড়াও উক্ত আলোচনা সভায় বাসাইল থানার একাধিক পুলিশ কর্মকর্তা এবং কমিউনিটি পুলিশের একাধিক সদস্য ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
৪.