মুুক্তার হাসান, টাঙ্গাইল প্রতিনিধি ঃ১৯ মে-২০২০,মঙ্গলবার।
টাঙ্গাইলের বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নের বিভিন্ন এলাকার গরীব, কর্মহীন বিপদগ্রস্থ্য মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুস সালাম খান ব্যক্তি উদ্যোগে এই ঈদ সামগ্রী বিতরণ করেন।
এতে চারশত পঞ্চাশটি পরিবারের মাঝে ঈদ সামগ্রী হিসেবে, জনপ্রতি ৭ কেজি ভাত রান্নার চাল, এক কেজি চিনি, সেমাই, এক লিটার তেল, ও ১ কেজি পোলার চাউল দেওয়া হয়।
বর্তমান দূর্যোগে দেশের মানুষ ঘর থেকে বের হতে পারছে না। ফলে অর্ধাহারে, অনাহারে দিনাতিপাত করছে কর্মহীন মানুষ। এসব মানুষের দুর্দশা লাঘবে যতোদিন এই অবস্থা বিরাজ করবে ততোদিন তার এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান আব্দুস সালাম খান।