Logo
ব্রেকিং :
আওয়ামী লীগ প্রার্থীর কর্মী সভায় সাধারণ সম্পাদকের হাতে সাংগঠনিক সম্পাদকে লাঞ্ছিত নগরকান্দায় জেলা প্রশাসক গোল্ডকাপ -২০২৩ ১ম রাউন্ডের খেলা অনুষ্ঠিত  ঠাকুরগাঁও-৩ আসনে নৌকা মনোনীত প্রার্থী’র সাথে রাণীশংকৈল আ’লীগের মত বিনিময় সভা অনুষ্ঠিত  নেত্রকোনায় আমন চাল সংগ্রহ অভিযান নেত্রকোনায় ইমামদের চেক বিতরন বর্ধিত সভায় সিদ্ধান্ত নেবো কিভাবে নৌকার প্রার্থীকে বিজয় করা যায় – টাঙ্গাইলে কৃষিমন্ত্রী টাঙ্গাইল জেলা মানবাধিকার সংস্থার সভাপতি মেনন, সম্পাদক ডা. স্বপন দৌলতপুরে মানিকগঞ্জ-১আসনের স্বতন্ত্র প্রার্থী এস.এম জাহিদ এর শুভেচ্ছা বিনিময় দৌলতপুরে মানিকগঞ্জ-১আসনের স্বতন্ত্র প্রার্থী এস.এম জাহিদ এর শুভেচ্ছা বিনিময় নগরকান্দায় আমন ধান সংগ্রহের শুভ উদ্বোধন 
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

বিএনপির-জামাত সরকারের সময় পবন বাহিনী, বাতাস বাহিনীর গড়ে উঠেছিল —দূর্জয়

রিপোর্টার / ৭২ বার
আপডেট রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদক::১৮ সেপ্টেম্বর-২০২২,রবিবার।
মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আলহাজ্ব এ এম নাঈমুর রহমান দুর্জয় বলেছেন, জাতি জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে হলে আওয়ামীলীগের সম্মেলনের মাধ্যমে শক্তিশালী কমিটি গঠন করতে হবে। তিনি আরো বলেছেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে দেশে উন্নয়ন হয় দেশের মানুষ ভাল থাকে। দেশের উন্নয়ন চাইলে নৌকায় ভোট দিতে হবে । নৌকায় ভোট দিলে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবে দেশে উন্নয়ন হবে। তাই এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিতে জনগনের প্রতি আহবান জানান । উন্নয়নের কথা জনগনের কাছে তুলে ধরতে হবে । আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে ।
তিনি আরো বলেছেন, বিএনপি-জামাত জোট সরকারের সময় চাঁদাবাজি,সন্ত্রাস, টেন্ডারবাজি, বিএনপির সন্ত্রাসীরা প্রকাশ্যে গুলি করে বালিয়াখোড়া বাজারে কৃষকলীগ নেতা সিকিম আলীকে হত্যা করেছে । বিএনপির- জামাত জোট সরকারের সময় পবন বাহিনী বাতাস বাহিনীর গড়ে উঠেছিল । পবন বাহিনীর তান্ডবে ঘিওর-দৌলতপুর-শিবালয় উপজেলায় কৃষক হাট-বাজারে ধান বিক্রির টাকা ঘরে নিয়ে যেতে পারতো না । রাস্তা থেকে ছিনিয়ে নিয়ে যেতো । আর আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর মানুষ শান্তিতে ঘুমাতে পারে । চাঁদা বাজি নেই,টেন্ডার বাজি, সন্ত্রাসী নেই এটাই হলো আওয়ামীলীগের রাজনীতি ।
শনিবার ( ১৬ সেপ্টেম্বর )রাত সাড়ে ৯ টায় মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া উচ্চ বিদ্যালয় মাঠে বালিয়াখোড়া ইউনিয়ন আওয়ামীলীগের ত্রী-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আলহাজ্ব এ এম নাঈমুর রহমান দুর্জয় এসব কথাগুলো বলেছেন।
তিনি আরো বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঘিওর-দৌলতপুর-শিবালয় রাস্তাঘাট,ব্রীজ ,কালভার্ট,স্কুল-কলেজের ভবন,যুব প্রশিক্ষণ কমপ্লেক্্র, পাটুরিয়ায় আন্তজার্তিক ক্রিকেট স্টেডিয়াম,শেখ রাসেল মিনি স্টেডিয়াম,ফায়ার সার্ভিস স্টেশন,ঘরে ঘরে বিদ্যুত ,নদী ভাঙ্গন রোধ সহ ব্যাপক উন্নয়ন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দীর্ঘায়ু ও দোয়া চাইলেন সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আলহাজ্ব এ এম নাঈমুর রহমান দুর্জয় ।

বালিয়াখোড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: আব্দুল লতিফ এর সভাপতিত্বে ও হাই স্কুলে প্রধান শিক্ষক সাধারণ সম্পাদক মো: ফারুক হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক বীরমুক্তিযোদ্ধা এ্যাড. গোলাম মহিউদ্দিন ,সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সালাম পিপি, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাড: আব্দুল মজিদ ফটো, যুগ্ম সাধারন সম্পাদক বাদরুল ইসলাম বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল , সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, প্রচার ও প্রকাশনা সম্পাদক কৃষিবিদ হাবিবুর রহমান , ঘিওর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক আব্দুল আলিম মিয়া মিন্টু, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান ও সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম রাজা,জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা, কেন্দ্রীয় কৃষকলীগের সাবেক সহ-সভাপতি রেজাউল করিম উজ্জল ,জেলা সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আবুল বাশার,জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো: রাজিদুল ইসলাম প্রমূখ।
সম্মেলনে দ্বিতীয় পর্বে পূর্বের কমিটির বিলুপ্তি ঘোষণা করে নতুন কমিটির সভাপতি পদে মো: অব্দুল লতিফ কে সভাপতি ও হাই স্কুলে প্রধান শিক্ষক মোঃ ফারুক হোসেন কে সাধারণ সম্পাদক পদে নাম ঘোষণা করা হয়।

 


এ জাতীয় আরো খবর
Tech Support By Nagorikit.Com