Logo
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

বিএনপি নেতা অ্যাডভোকেট হামিদুল হক ঝন্টুর ইন্তেকাল

রিপোর্টার / ২১ বার
আপডেট রবিবার, ১ মার্চ, ২০২০

কামরুল হাসান জুয়েল ফরিদপুর থেকে: ০১ মার্চ-২০২০ ,রবিবার।

ফরিদপুর জেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির সহ-সভাপতি ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট হামিদুল হক ঝন্টু (৫৪) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার (১ মাচ) সকাল ৭টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ফরিদপুরের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে যান। পারিবারীক সূত্র জানায়, গত রাতে অসুস্থ্যতাবোধ করলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।দুপুরে তার মৃতদেহ ফরিদপুর জেলা আইনজীবী সমিতি চত্বরে নেয়া হয়। সেখানে সহকর্মী আইনজীবী, রাজনীতিবীদ ও শুভানুধ্যায়ীদের শ্রদ্ধাঞ্জলি শেষে তাকে বাদ আসর গোলপুকুর মার্কেট চত্বরে জানাযা শেষে আলিপুর গোরস্থানে দাফন করা হয়।ফরিদপুর আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট হামিদুল হক ঝন্টুর মৃত্যুতে রোববার ফরিদপুরের আইনজীবীগণ কর্মবিরতি পালন করেন। সোমবার তার কর্মময় জীবন স্মরণ করে ‘ফুল কোর্ট রেফারেন্স’ অনুষ্ঠিত হবে।অ্যাডভোকেট হামিদুল হক ঝন্টু ফরিদপুরের সাবেক আইনজীবী সহকারী মরহুম জসীমউদ্দিনের পুত্র। ফরিদপুরে দেওয়ানী আইনজীবী হিসেবে অল্প সময়ের মধ্যে তিনি বেশ সুখ্যাতি অর্জন করেন। রাজনীতিবীদ হিসেবেও তিনি একজন পরিচ্ছন্ন ব্যক্তিত্ব ছিলেন।শোক প্রকাশ: বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ, বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া, বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহবুবুল হাসান পিংকু,বিএনপি নেতা আফজাল হোসেন খান পলাশ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com