রংপুর প্রতিবেদক:১১ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক ও দলকে জেতানোর নায়ক আকবরের বাসায় গিয়ে বাবা-মায়ের সঙ্গে দেখা করে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রংপুরের জেলা প্রশাসক (ডিসি) আসিব আহসান ও বিসিবির পরিচালক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম।
সোমবার রাতে ক্রিকেটার আকবরের বাসায় গিয়ে তার বাবা মো. মোস্তফা হোসেন এবং মাসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আকবরের বাবা-মাকে ফুলের শুভেচ্ছা জানিয়ে এবং মিষ্টিমুখ করানও হয়। পরে একটি কেক কাটা হয়।
জেলা প্রশাসক আসিব আহসান জানান, ক্রিকেটার অধিনায়ক আকবর ভালো ক্রিকেট খেলে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় করে বাংলাদেশকে খেলাধুলার জগতে বিশ্বের দরবারে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন, সেই সঙ্গে বাংলাদেশের মধ্যে রংপুরবাসীকে গর্বিত করেছেন।
বিসিবির পরিচালক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম বলেন, আকবর রংপুরের ক্রীড়াঙ্গনকে দেশের মধ্যে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। আকবরের সঙ্গে রংপুরের ক্রীড়াঙ্গন আছে আগামীতে থাকবে। আমরা আকবরের হাত ধরে আগামীর ক্রিকেট দুনিয়ায় আরও ভালো কিছু প্রত্যাশা করি।
এ সময় উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সৈয়দ এনামুল কবীরসহ জেলা ক্রীড়া সংস্থার অন্য কর্মকর্তাবৃন্দ।
এ দিকে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আকবরকে নাগরিক সংবর্ধনা প্রদানের সিদ্ধান্তের কথা জানান জেলা প্রশাসক আসিব আহসান।