স্পোর্টস ডেস্ক ২০ এপ্রিল ২০১৯,
বাঁহাতি অলরাউন্ডার ইমাদ ওয়াসিম মনে করেন, বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে লড়াই শুধু একটি গেম। অন্য ম্যাচগুলোর মতোই। ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করবেন তারা।
লাহোরে এআরওয়াই নিউজকে ইমাদ বলেন, বহুজাতিক টুর্নামেন্টের জন্য দল ভালোভাবে প্রস্তুত। আগামী ৩০ মে থেকে ইংল্যান্ড ওয়েলসে এটি শুরু হবে।
তিনি বলেন, আমরা জানি সবার চোখ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে। কিন্তু আমাদের কাছে এটি মাত্র একটি খেলা।
ফিটনেস নিয়ে এক প্রশ্নের জবাবে ইমাদ বলেন, মেগা ইভেন্টের জন্য ১০০% ফিটনেস পেতে কঠোর পরিশ্রম করছেন তিনি। আশাবাদী সবকিছুই তার পক্ষে আসবে।
তিনি বলেন, টুর্নামেন্টের জন্য আমি প্রস্তুত। দেশের জন্য সর্বোচ্চটা নিংড়ে দিতে চেষ্টা করব।
আগামী ২৩ এপ্রিল ৮৩ দিনের সফরে ইংল্যান্ডে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। সফরে ইংল্যান্ডের স্বাগতিকদের বিপক্ষে পাঁচটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবেন সরফরাজ বাহিনী।
দ্বিপক্ষীয় সিরিজ শেষে ২০১৯ বিশ্বকাপে অংশগ্রহণ করবেন তারা। উদ্বোধনী দিনের পরের দিন ৩১ মে কার্ডিফে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযানে নামবেন বাবর-হাসনাইনরা। আর ১৬ জুন ভারতের বিপক্ষে লড়বেন তারা।