স্পোর্টস ডেস্ক ২১ এপ্রিল ২০১৯,
ইংলিশ তারকা অ্যালেক্স হেলস হঠাৎ ক্রিকেট থেকে সরে দাড়ালেন। তবে কী কারণে আকস্মিক এমন সিদ্ধান্ত নিলেন তিনি তা জানা যায়নি। তার কাউন্টি ক্লাব নটিংহামশায়ার বিষয়টি নিশ্চিত করেছে।
এক বিবৃতিতে ক্লাবটি জানায়, হেলস ক্রিকেট থেকে বিরতিতে যাচ্ছেন। তবে সঠিক কোন কারণে বিরতিতে যাচ্ছেন তা জানাননি। শুধু এটুকু বলেছেন ব্যক্তিগত কারণ। আবার কবে ক্রিকেটে ফিরবেন তাও জানাননি।
আগামী ৩০ মে ইংল্যান্ডের মাটিতেই বসবে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের দ্বাদশ আসর। এর আগে হেলসের এমন ঘোষণায় বিপাকে পড়েছে ইংলিশ ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইতিমধ্যে আসন্ন মেগা ইভেন্টের জন্য ঘোষিত ইংল্যান্ড দলে রয়েছেন তিনি। আগামী সপ্তাহ থেকে শুরু হতে যাওয়া দলের অনুশীলনে যোগ দেয়ার কথা ছিল তার।
তবে এখন পর্যন্ত এ নিয়ে কোনো মন্তব্য করেনি ইসিবি। কোনো সাড়া দেননি হার্ডহিটার ব্যাটসম্যানও।