কামাল হোসেন, সুনামগঞ্জ থেকে:১৬ ফেরুয়ারী-২০২০,রবিবার।
সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় ব্র্যাক স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রী ১০ বছরের ১ শিশুকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য একই ইউনিয়নের জামালপুর গ্রামের আবু সুফিয়ান (২১) কে আটক করেছে বিশ্বম্ভরপুর থানা পুলিশ। এ ঘটনাটি ঘটেছে গতকাল ১৫ ফেব্রুয়ারী শনিবার রাত ৭ টার সময় জেলার বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের শক্তিয়ারখলা গ্রামে। ধর্ষিতা শিশুর পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের শক্তিয়ারখলা গ্রামের হিন্দু পাড়ায় গতকাল অনুমান রাত ৭ ঘটিকার সময় শক্তিয়ারখলা গ্রামের ১০ বছরের শিশু কন্যা ( স্থানীয় ব্র্যাক স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রী) পার্শবর্তী ঘর থেকে নিজ ঘরে আসার পথে পূর্ব থেকে ওলৎপেতে থাকা কয়েকজন বখাটে শিশুটিকে জোরপূর্বক গামছা দিয়ে মুখ বেধে পার্শ্ববর্তী বাঁশঝাড়ে নিচে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় শিশুটি অজ্ঞান হয়ে পরলে ধর্ষণকারিরা শিশুটিকে ফেলে রেখে পালিয়ে যায়। কিছুক্ষণ পর শিশুটির জ্ঞানফিরলে আত্মচিৎকারে করতে থাকলে স্থানীয় লোকজন এসে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বিশ্বম্ভরপুর সদর হাসপাতাল নিয়ে আসলে হাসপাতাল কর্তৃপক্ষ আশঙ্কাজনক দেখে সুনামগঞ্জ সদর হাসপাতালে তাৎক্ষনিক প্রেরণ করেন। রিপোট লিখা পর্যন্ত বিশ্বম্ভরপুর থানায় কোন মামলা রেকর্ড করা হয়নি। এ ব্যপারে,থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, মামলা প্রক্রিয়াধীন রয়েছে জিজ্ঞাসাবাদের জন্য ১জনকে আটক করা হয়েছে।