সিলেট প্রতিবেদক:২৬ জুলাই ২০১৯,শনিবার।
সিলেটে বিয়েতে যাওয়ার পথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন মা-মেয়ে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। শুক্রবার দুপুরে নগরীর দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের হাজরাই গ্রামের আমীর আলীর স্ত্রী আসমা বেগম (৩০) ও তার মেয়ে আনিসা হাবিবা (৩)।
এ সময় নিহত আসমার আরেক মেয়ে জান্নাত (১৬) গুরুতর আহত হয়েছেন। অপর আহতরা হলেন- শাহনাজ (৩৫) ও খায়রুন নেসা (৩০)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল এ সব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বরযাত্রীবাহী মাইক্রোবাসটি সিলেটের জালালাবাদ থানার যুগীরগাঁও গ্রামের একটি বিয়ের অনুষ্ঠানে বিশ্বনাথ উপজেলায় যাচ্ছিল। লালাবাজারে পৌঁছলে উল্টো দিক থেকে আসা আরেকটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।
কালের কাগজ/প্রতিনিধি/জা.উ.ভি