
আব্দুস সামাদ আজাদ, মৌলভীবাজার প্রতিনিধিঃ ২৯ মে-২০২০,শুক্রবার।
পুস্পস্তবক অর্পণ ও স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত আলোচনাসভার মাধ্যমে শুক্রবার ( ২৯ মে) মৌলভীবাজার শহরের কোর্ট রোডস্থ সিপিবি কার্যালয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমরেড সৈয়দ আবু জাফর আহমদের প্রথম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
পুস্পস্তবকের মাধ্যমে শ্রদ্ধা জানায়- সিপিবি,বাসদ ছাত্র ইউনিয়ন, উদীচী শিল্পীগোষ্ঠী, যুব ইউনিয়ন কৃষক সমিতি, সৈয়দ আবু জাফর স্মৃতি সংসদ, উত্তরণ খেলাঘর আসর, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত আলোচনা সভায় মকবুল হোসেনের সভাপতিত্বে, নিলিমেষ ঘোষ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন এডভোকেট ময়নুর রহমান মগনু, এড মাসুক মিয়া, জহরলাল দত্ত মীর ইউসুফ, আলী, সুবিনয় রায় শুভ, বিশ্বজিৎ নন্দি।
গত বছর ২৮ মে দিবাগত রাত সাড়ে ১২টায় ঢাকার একটি হাসপাতালে কমরেড জাফর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, কিডনির জটিলতায় ভুগছিলেন। সর্বশেষ নিউমোনিয়া ও বিরল স্টিভেন্স-জনসন সিনড্রমে আক্রান্ত হন। চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থা উন্নতির দিকে গেলেও, ম্যাসিভ হার্ট অ্যাটাকে তিনি মৃত্যুবরণ করেন।