কালের কাগজ ডেস্ক::১২ ডিসেম্বর ,বুধবার ।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা । তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পর্স্তবক অর্পণ, ফাতেহাপাঠ ও মোনাজাতে অংশ নেবেন।
দুপুর আড়াইটায় শেখ হাসিনা তার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় শেখ লুৎফর রহমান সরকারি ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখবেন।
রাতে তিনি টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে রাত্রিযাপন করবেন। পরের দিন বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টায় টুঙ্গিপাড়া থেকে সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন।
বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী ও দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা ।
মানিকগঞ্জ-১ আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ও সংসদ সদস্য এ.এম নাঈমুর রহমান দুর্জয় জানান, প্রধানমন্ত্রী ও দেশরতœ জননেত্রী শেখ হাসিনা সারাদেশে ১৫/২০ টি নির্বাচনী জনসভা করবেন তার মধ্যে পাটুরিয়া ঘাটে ১ টি । আমি সেই অর্থে বলবো মানিকগঞ্জ-১ আসনের জনগন খুবই ভাগ্যবান প্রধানমন্ত্রী যে এলাকায় আসে ঐ এলাকার উন্নয়ন আরো বেগবান হয় । পাটুরিয়া ঘাটে নির্বাচনী জনসভা সফল করতে সংসদ সদস্য এ.এম নাঈমুর রহমান দুর্জয় ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি ও নির্বাচনী সমাবেশে জনস্রোতে ঘটাতে বিভিন্ন এলাকায় গভীর রাত পযর্ন্ত নেতাকর্মিদের সাথে মতবিনিময় করেন । তিনি জানান, মানিকগঞ্জবাসষ্ট্যান্ড,ধামরাই,সাভার সহ বেশ কয়েকটি পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) থেকেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন শেখ হাসিনা। এ আসন থেকে তিনি ৬ বার সংসদ সদস্য হয়েছেন।
এছাড়াও তিনি রংপুর-৬ (পীরগঞ্জ) থেকে মনোনয়নপত্র নিয়ে জমা দিয়েছিলেন। পরে রংপুরের আসনটি তিনি স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে ছেড়ে ।
কালের কাগজ/প্রতিবেদক/জা.উ.ভি