এম,এ,মুছা, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ২৬ জুলাই,শুক্রবার।
সিরাজগঞ্জের বেলকুচিতে অভিমান করে গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। শুক্রবার দুপুরে বেলকুচি উপজেলা ভাঙ্গাবাড়ী ইউনিয়নের উত্তর বানিয়াগাঁতী গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মল্লিকের ছেলে কামরুল হাসান রবিন (৩৪) তার শয়ন কক্ষে ধর্নার সাথে নাইলনের রশি দিয়ে আত্মহত্যা করে।
পারিবারিক সূত্রে জানাযায়, বৃহস্পতিবার রাতে পরিবারের সাথে খাবার খাওয়ার পরে ঘুম থেকে না উঠলে শুক্রবার দুপুরে তার মা ঘরের দরজা খোলার জন্য ডাকা ডাকি করেন। অনেক ডাকাডাকির পর কোন সারা না পেয়ে স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় কামরুলকে দেখতে পান।
বিষয়টি নিশ্চিত করে বেলকুচি থানার উপ-পরিদর্শক (এস,আই) শাহ সুলতান জানান, আত্মহত্যার খবর পেয়ে আমরা ঘটনস্থল পরিদর্শন করেছি। স্থানীয় ইউপি চেয়ারম্যান গাঁজী খন্দকার ফজলুল হক ভাষানীর মাধ্যমে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কালের কাগজ/প্রতিনিধি/জা.উ.ভি