এম,এ,মুছা,বেলকুচি (সিরাজগঞ্জ) :১৫ এপ্রিল-২০১৯,সোমবার।
ফেনীর সোনাগাজী উপজেলার মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকান্ডের প্রতিবাদে তাদের উপযুক্ত বিচার ফাঁসির দাবিতে সিরাজগঞ্জের বেলকুচিতে দেলুয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সকল ছাত্র-ছাত্রী ও শিক্ষকগন রাজপথে নেমে দেলুয়া মাদ্রাসার গেট থেকে চালা কাঠের পুল হয়ে রজনীকান্ত সেন গেট পর্যন্ত হত্যাকান্ডের প্রতিবাদ ও মানববন্ধন করেন।
সোমবার সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত মানববন্ধনে অংশ নিয়ে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে রাফি হত্যার বিচার দাবি করেন। পাশাপাশি ঐক্যবদ্ধভাবে নারী নির্যাতন প্রতিরোধের ডাক দেওয়া হয়েছে। সে লক্ষ্যে ২০ থেকে ২৭ এপ্রিল নারী নির্যাতন প্রতিরোধ সপ্তাহ পালনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
দেলুয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল নুরুল ইসলাম মোল্লা বলেন, রাফির খুনি সিরাজ উদ দৌলা ও তাঁর সঙ্গীদের কারা আশ্রয়-প্রশ্রয় দিয়েছে তা স্পট ভাবে চিহ্নিত করে তাদের ফাসির দাবি করেন। এসময় আরও উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মামুনুর রশিদ,বাংলা প্রভাষক আহমদ আলী,ইংরেজি প্রভাষক শাহ আলম, আরবি প্রভাষক সাদেকুর রহমান,রাষ্ট্র , আয়েশা সিদ্দিকা,গনিত সহ শিক্ষক আনোয়ার হোসেন,আব্দুল আওয়াল,শামীমা খাতুন,শিবলী সাদিক,মাসুদা খাতুন,আব্দুল হামিদ,মিজানুর রহমান,মোশারফ হোসেন,নাজমুল হাসান,আব্দুল কুদ্দুস,আহমদ আলী সরকার, আব্দুল হাকিম,আব্দুস ছামাদ,প্রমুখ।
কালের কাগজ/প্রতিনিধি/জা.উ.ভি