এম,এ,মুছা, বেলকুচি (সিরাজগঞ্জ) থেকে:১৫ এপ্রিল-২০১৯,সোমবার।
সিরাজগঞ্জের বেলকুচিতে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে বেলকুচি উপজেলা চত্ত্বরে আউশ প্রণোদনা কর্মসূচির আওতা ২০০ জন কৃষকে মাঝে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার এস এম সাইফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ৫(বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান পরিষদের (ভারপ্রাপ্ত) আরিফুল ইসলাম সোহেল, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি গাজী দেলখশ আলী প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ অরুণাংশু মন্ডল,কৃষি কর্মকর্তা কল্যান প্রসাদ পাল, ইউপি চেয়ারম্যান গাজী ফজলুল হক ভাষানী, উপজেলা যুবলীগের আহব্বায়ক সাজ্জাদুল হক রেজা প্রমুখ।
কালের কাগজ/প্রতিনিধি/জা.উ.ভি