এম,এ,মুছা, বেলকুচি, (সিরাজগঞ্জ) :২১ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার।
জাতিসংঘের উদ্যোগে বাংলাদেশসহ সারাবিশ্বে ভাষা শহীদদের স্মরণে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত। সিরাজগঞ্জের বেলকুচিতে নানা আয়োজনের মধ্যদিয়ে পালন হয়েছে দিবসটি। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার প্রথম প্রহর থেকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার সোহাগপুর নতুনপাড়া আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মধ্যে দিয়ে সূচনা। সুর্যদয়ের পর প্রভাত ফেরি র্যালী রের করা হয়। র্যালীটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামে এসে শেষ হয়। উক্ত র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ আব্দুল মমিন মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার এস এম সাইফুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি একেএম ইউসুফজী খাঁন, থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, আওয়ামী যুবলীগের আহব্বায়ক সাজ্জাদুল হক রেজা, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ ও সর্বস্তরের আপামর জনসাধারণ। পরে উপজেলা অডিটোরিয়ামে শিশুকিশোরদের আংশগ্রহণে চিত্রাঙ্কন, রচনা, আবৃতি ইত্যাদি প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় এবং তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
কালের কাগজ/প্রতিনিধি/জা.উ.ভি