এম,এ,মুছা ,বেলকুচি (সিরাজগঞ্জ) :২১ এপ্রিল-২০১৯,রবিার।
সিরাজগঞ্জ বেলকুচিতে অভিযান চালিয়ে ২ গ্রাম হেরোইনসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।সে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। শনিবার রাতে বেলকুচি থানার দেলুয়া পুর্বপাড়া গ্রাম থেকে এই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।রবিবার সকালে গনমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতারকৃত হলেন বেলকুচি থানার দেলুয়া পূর্বপাড়া গ্রামের মৃত আনসার আলীর ছেলে শফিকুল ইসলাম (৩৫)।
বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেলকুচি উপজেলার দেলুয়া গ্রাম থেকে পুলিশ উপ-পরিদর্শক (এস,আই) আব্দুস সবুর, (পি, এস, আই) ওবায়দুল হক, ও (এ, এস, আই) আব্দুর রহিমসহ সঙ্গীও ফোর্স অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে বেলকুচি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
কালের কাগজ/প্রতিনিধি/জা.উ.ভি