কামরুল হাসান জুয়েল ফরিদপুর থেকে: ২৬ জানুয়ারি-২০২০,রবিবার।
ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ওয়াবদার মোড়ে ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে উল্টে ঘটনাস্থলে ট্রাক ড্রাইভারের মৃত্যু হয়েছে। ওই ট্রাক ড্রাইভার বগুড়া জেলার নন্দী উপজেলার ভাটরা ইউনিয়নের কুমিরে গ্রামের রইচ উদ্দিনের ছেলে ফারুক আলী (৪০)। তার এক ছেলে এক মেয়ে রয়েছে। বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান জানান, ট্রাকটি কাশিয়ানী থেকে কাঠের ভূষি বুঝাই দিয়ে বগুড়ার বরগুনা যাচ্ছিল। মাঝকান্দি-ভাটিয়াপাড়া মহাসড়কের বোয়ালমারীর ওয়াবদার মোড় নামক স্থানে শনিবার গভীর রাতে ট্রাকটি পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের একটি বিদ্যুতের খুঁটিতে লাগিয়ে দিলে ট্রাকটি উল্টে পাশের লোকাল বাসের কাউন্টারের উপরে পড়ে। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার অভিযান চালায়। ট্রাক ড্রাইভার ফারুক আলীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় ট্রাকে থাকা কাঠের ভূষি ব্যবসায়ী কাশিয়ানী উপজেলার শিবগাতি গ্রামের আলামিনকে (৩০) আহত অবস্থায় উদ্ধার করে বোয়ালমারী হাসপাতালে নিলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। প.প. কর্মকর্তা ডা. তাপস বিশ্বাস বলেন, ফারুক আলীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।