Logo
ব্রেকিং :
মানিকগঞ্জ  জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র এক অভিযানে হেরোইন সহ ১ জন গ্রেফতার দৌলতপুরে চকমিরপুর প্রিমিয়ার লীগ টি- ২০ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন নাগরপুর গণহত্যা দিবস উদযাপন নেত্রকোনায় জেলা প্রশাসনের বাজার মনিটরিং নেত্রকোনায় গনহত্যা দিবস পালিত চৌহালীতে হাজি আব্দুল মজিদ মন্ডল ফাউন্ডেশনের ইফতার  সামগ্রিক পেয়ে ভাঙ্গন কবলিত মানুষ খুব খুশি  নাগরপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে খন্দকার আছাব মাহমুদ নেত্রকোনা মডেল থানা পুলিশের সহায়তায় ময়ের কোল ফিরে পেল জমজ শিশু নিম্নমানের খোয়ায় হচ্ছে ৬৪ লাখ টাকার সড়ক নির্মাণ, নীরব কর্তৃপক্ষ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে জেলা প্রশাসকের মনিটরিং লিফলেট বিতরণ
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

ব্যক্তি উদ্যোগে মানিকগঞ্জের সাংবাদিকদের ফেসশিল্ড প্রদান

রিপোর্টার / ২১ বার
আপডেট সোমবার, ১ জুন, ২০২০

মানিকগঞ্জ প্রতিনিধি’;১ জুন-২০২০,সোমবার।

করোনার সংক্রমনরোধে মাঠ পর্যায়ের সাংবাদিকদের ফেসশিল্ড দিলেন মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামীরীগের সহ-সভাপতি মো. রমজান আলী। আজ (সোমবার) সকাল ১১টায় মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে উপস্থিত সাংবাদিকদের হাতে এই ফেসশিল্ড তুলে দেন তিনি।

ফেসশিল্ড বিতরণকালে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লবচক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদকসহ সাংবাদিক নেতৃবৃন্দ।

সাবেক মেয়র মো. রমজান আলী বলেন, বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতি মোকাবিলায় সাংবাদিকরা অত্যন্ত ঝুঁকি নিয়ে তাঁদের পেশাগত দায়িত্ব পালন করছেন। ইতিমধ্যেই, অনেক সাংবাদিক করোনায় আক্রান্ত হয়েছেন। বেশকয়েকজন মারাও গেছেন।

তিনি বলেন, করোনা সংক্রমনরোধে ফেসশিল্ড খুবই কার্যকর। সাংবাদিকগণ ফেসশিল্ড পড়লে এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চললে করোনায় সংক্রমনের ঝুঁকি অনেকটাই কমে যাবে। স্বাস্থ্য সুরক্ষার কথা ভেবেই মানিকগঞ্জ কর্মরত কিছু সংখ্যক সাংবাদিকদের ফেসশিল্ড দেওয়ার উদ্যোগ গ্রহণ করেন তিনি।

 


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com