কালের কাগজ ডেস্ক:১৯ ফেব্রুয়ারী,মঙ্গলবার।
ভারতের বেঙ্গালুরে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে এক পাইলট নিহত ও তিনজন আহত হয়েছেন।
এয়ারো ইন্ডিয়া শো’র একদিন আগে মঙ্গলবার মহড়া চলাকালীন সূর্যকিরণ টিমের দুটি বিমানের এ সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় বিমানের তিন পাইলটের মধ্যে নিরাপদে দু’জন অবতরণ করেন। তারা সামান্য আহত হয়েছেন। পরে তাদের হাসপাতালে নেয়া হয়েছে। আর এ ঘটনায় একজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।
ভারতের এনডিটিভি ও টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়, উত্তর বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা এয়ারবেসে মহড়া চলাকালীন হঠাৎই কালো ধোঁয়ায় ছেয়ে যায় আকাশ। তারপরই নেমে আসে দুটি বিমান।
ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সিতারাম বলেন, ‘আমি ঘটনা সম্পর্কে শুনেছি। তবে, এখনও বিস্তারিত কিছু জানি না।’
আগামী ২০ থেকে ২৪ ফেব্রুয়ারি এয়ারো ইন্ডিয়া ২০১৯ অনুষ্ঠিত হবে। ১৯৯৬ সাল থেকে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হয়ে আসছে এই শো।