কালের কাগজ ডেস্ক:১৯ ফেব্রুয়ারী,মঙ্গলবার।
ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমনে কাজ করার ঘোষণা দিয়েছে সৌদি আরব। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মঙ্গলবার দিল্লী সফরে যাওয়ার আগে এই ঘোষণা দেয়া হয় বলে জানায় ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
এমবিএস নামে পরিচিত সৌদি যুবরাজ এশিয়ার বিভিন্ন দেশ সফর করছেন এবং সম্প্রতি তিনি পাকিস্তান সফর শেষ করেছেন।
গত সপ্তাহে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে আত্মঘাতী বোমা হামলায় ৪০ জন্য ভারতীয় সৈন্য নিহত হওয়ার পর দিল্লী ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ এই হামলার দায় স্বীকার করেছে।
পাকিস্তান এই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে। কিন্তু, ভারত প্রতিবেশী দেশটিকে এই হামলায় সহযোগিতার জন্য দায়ী করে প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে।
ভারত ও পাকিস্তান উভয়ই মুসলিমপ্রধান কাশ্মীরের পুরোটাই তাদের বলে দাবী করলেও এর অংশ বিশেষ নিয়ন্ত্রণ করে।
সোমবার সৌদি পররাষ্ট্র মন্ত্রী আদেল আল-জুবাইর বলেন, তার দেশের লক্ষ্য হচ্ছে ‘এই দুই দেশ, প্রতিবেশী দেশগুলোর মধ্যে উত্তেজনা প্রশমিত করার চেষ্টা করা এবং তাদের মধ্যেকার বিরোধ শান্তিপূর্ণ ভাবে নিরসন করার উপায় খোঁজা।’
ইসলামাবাদের বিরুদ্ধে দিল্লী ব্যাপক অর্থনৈতিক পদক্ষেপ গ্রহণ করেছে। এগুলোর মধ্যে রয়েছে পাকিস্তানকে দেয়া ‘সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশের মর্যাদা’ প্রত্যাহার এবং শুল্ক ২০০% বৃদ্ধি করা।
সফরকালে সৌদি যুবরাজ অর্থ সংকটে ভুগতে থাকা পাকিস্তানে ২০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছেন।
কালের কাগজ/প্রতিবেদক/জা.উ.ভি