নাগরপুর(টাঙ্গাইল) প্রতিনিধিঃ১৬ জুন-২০২২,বৃহস্পতিবার।
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভারড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী বীরমুক্তিযোদ্ধা মোঃ আঃ কুদ্দুছ মিয়া।
গতকাল বুধবার অনুষ্ঠিত ভারড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোথাও কোন প্রকার অপ্রতিকর ঘটনা ছাড়া সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
শান্তিপূর্ন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বীরমুক্তিযোদ্ধা মোঃ আঃ কুদ্দুছ মিয়া (ঘোড়া) প্রতিকে নিয়ে ৫৫৪৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী (আনারস) প্রতিক নিয়ে মোঃ আবুবকর ছিদ্দিক পান ৫১৫০ ভোট। অপর দিকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রতিক নিয়ে বীরমুক্তিযোদ্ধা মোঃ রিয়াজ উদ্দিন তালুকদার পেয়েছেন ৩৯৮৫ ভোট, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনিরুল বারী বাবুল (মোটরসাইকেল) প্রতিক নিয়ে ১৩৭৯ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত (হাতপাখা) প্রতিক নিয়ে মোঃ সালাহ উদ্দিন পেয়েছেন ৭৬৬ ভোট।