টাঙ্গাইল প্রতিনিধি:২০ আগস্ট-২০২২
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ আগষ্ট) সকালে বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির সদস্য খন্দকার মশিউজ্জামান রোমেল (সিআইপি) ও তার বোন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অপরাজিতা হকের উদ্যোগে উপজেলার কাগমারীপাড়া বাসস্ট্যান্ডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অলোয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াজেদা ছালাম পপি’র সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক মিঞা, ভারই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান তালুকদার, ইবরাহীম খাঁ সরকারি কলেজের সাবেক জিএস মোঃ সুরুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ ফরিদুজ্জামান রাসেল, অর্জুনা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ইলিয়াছ খান, আওয়ামীলীগ নেতা হুমায়ুন খান, ওয়াহিদুজ্জামান পলাশ প্রমুখ। অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকলের আতœার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয় এবং পরে খাদ্য বিতরণ করা হয়।