মুক্তার হাসান,টাঙ্গাইল প্রতিনিধি:০৮ আগস্ট-২০২২,সোমবার।
সারা দেশের মতো টাঙ্গাইলের ভূঞাপুরে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সোমবার ৮ আগষ্ট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে সকাল ১০ টায় আলোচনা সভা ও ফজিলাতুন নেছা মুজিব পদক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ ইসরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঞাপুর-গোপালপুরের জাতীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির । প্রধান অতিথির বক্তব্যে ছোট মনির বলেন বঙ্গবন্ধুর নেত্বত্বে স্বাধীনতা যুদ্ধে বাঙ্গালী জাতীর দীর্ঘ লড়াইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা বঙ্গবন্ধুকে সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছেন তিনি। বঙ্গবন্ধুর সমগ্র রাজনৈতিক জীবনে ছায়ার মত তার প্রতিটি কাজে মৃত্যুর আগ পর্যন্ত সহযোগিতা করে গেছেন এই মহীয়সী নারী। আজ এই মহীয়সী নারী বঙ্গমাতা ফজিলাতুন নেছা মজিবের ৯২ তম জন্ম দিন। পরে তিনি হত দরিদ্রদের মাঝে ২১টি সেলাই মেশিন বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছাঃ নারগিছ আক্তার, তানভীর হাসান ছোট মনির এমপির সহধর্মিনীর ঐশি খান, উপজেলা ভূমি কর্মকর্তা ( এসিল্যান্ড) অমিত দত্ত, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধাণ সম্পাদক মিনহাজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম,আওয়ামীলীগ নেতা মোঃ মাসুদুল ইসলাম টুকু,ইউনিয়ন পরিষদের চেয়ারমান মোঃ সাইদুল ইসলাম তালুকদার দুদু, মোঃ দিদারুল আলম মাহবুব, মোঃ রফিকুল ইসলাম, মোঃ দুলাল চকদার, সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার এম জি ইজাদানি, বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক আরিফুল ইসলাম আরজু, প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহআলম প্রামানিক, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আরজুসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।