টাঙ্গাইল প্রতিনিধি :১৯এপ্রিল২০১৯,শুক্রবার।
টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে গোসল করতে নেমে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের চিতুলিয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো— মোহনের মেয়ে রিতু (৫) ও সুমনের মেয়ে ছোয়া (৬)।
জানা যায়, ওই দুই বোন বাড়ির কাউকে না বলে পাশের যমুনা নদীতে গোসল করতে যায়। পরে নদীতে একজনের মরদেহ ভেসে ওঠে। পরে আরেকজনের মরদেহও উদ্ধার করা হয়।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম সত্যতা নিশ্চিত করেছে।
কালের কাগজ/প্রতিনিধি/জা.উ.ভি