মোঃ আবু বক্কার সিদ্দীক,মণিরামপুর (যশোর) প্রতিনিধি :১৫ জানুয়ারী-২০২০,বুধবার।
মণিরামপুরে আবারও যাত্রী সেজে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। চালককে গাছের সাথে হাত-পা ও মুখ বেঁধে রেখে ছিনতাই চক্রের সদস্যরা তার গাড়িটি নিয়ে যায়। গত মঙ্গলবার সন্ধ্যার পর উপজেলার কুয়াদা বাজার সংলগ্ন একটি ইটভাটার সামনে যশোর-সাতক্ষীরা মহাসড়কে এ ঘটনা ঘটে।
জানাযায়, পৌর শহরের থানা মোড় থেকে ৫ ছিনতাইকারী যশোর-রাজারহাট যাওয়ার জন্য যাত্রী সেজে উপজেলার চালকীডাঙ্গা এলাকার ইব্রাহিম হোসেনের ইজিবাইক ভাড়া করে। এরপর কুয়াদা বাজার পার হয়ে ভাটার সামনে গেলে ছুরি বের করে হত্যার ভয় দেখিয়ে চালক ইব্রাহিমকে গাড়ি থেকে নামিয়ে সড়কের পাশে গাছের সাথে বেঁধে তার গাড়িটি নিয়ে যায়। রাত ৯টার দিকে সড়ক দিয়ে যাওয়া অন্যান্য ইজিবাইক চালকসহ পথচারীরা তার গোঁঙ্গানো-চিৎকার শুনে তাকে উদ্ধার করে। ক্ষতিগ্রস্থ ইব্রাহিম চালকিডাঙ্গা এলাকার ইসমাইল হোসেনের পুত্র। ইজিবাইক ছিনতাইয়ের বিষয়টি নিশ্চিত করেন একই এলাকার অপর ইজিবাইক চালক তুফান হোসেন। উল্লেখ্য, কিছুদিন আগে উপজেলার খানপুর এলাকার শাহিদুল ইসলামের ইজিবাইক পৌর শহর থেকে যাত্রীসেজে ভাড়া করে কেশবপুর উপজেলার সীমানায় নিয়ে চেতনা-নাশকের মাধ্যমে তাকে অজ্ঞান করে ছিনতাই চক্রের সদস্যরা তার গাড়িটি নিয়ে যায়।