মণিরামপুর (যশোর) প্রতিনিধি :০৩ ফেরুয়ারী-২০২০,সোমবার।
যশোরের মণিরামপুরে সুকান্ত বিশ্বাস (২৫) নামে এক কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার রাত ৮টার দিকে পৌরশহরের ভগবান পাড়ায় ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সুকান্ত উপজেলার পাঁচকাটিয়া গ্রামের শিশির বিশ্বসের ছেলে। সে যশোর বিসিএমসি কলেজের প্যাথলজি বিভাগের ষষ্ঠ সেমিস্টারের ছাত্র ছিল।
নিহতের স্বজনরা জানান, সুকান্তের মা কয়েকমাস আগে অসুস্থ হয়ে মারা যান। তারপর থেকে বেশিরভাগ সময় গ্রামের বাড়িতে থাকতো সে। কখনও কখনও শহরের বাড়িতে সে একা এসে বসবাস করতো। গত রবিবার রাতে পৌর শহরের বাড়িতে কয়েকজন বন্ধু সুকান্তকে ডাকতে আসে। কোন সাড়া শব্দ না পেয়ে ঘরের জানালা খুলে তারা সুকান্তকে ঘরের ভিতর ঝুলতে দেখে চিৎকার দেয়। এরপর আশপাশের লোকজন এগিয়ে আসলে বন্ধুরা তার লাশ নামিয়ে আনে।
মণিরামপুর থানার এসআই জহির রায়হান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এই ঘটনায় সুকান্তের বাবা শিশির বিশ্বাস বাদি হয়ে ২ ফেব্রুয়ারি রাতে মণিরামপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি। সোমবার সকালে লাশের ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।