মোঃ আবু বক্কার সিদ্দীক , মণিরামপুর (যশোর) প্রতিনিধিঃ:০২ মার্চ-২০২০,সোমবার।
“ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব” এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় (২মার্চ২০২০) মণিরামপুরে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। মণিরামপুর উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে সোমবার সকালে এ উপলক্ষ্যে পৌর শহরে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসের গুরুত্ব নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান উল্লাহ শরীফি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উপজেলা নির্বাচন অফিসার মোঃ সহিদুর রহমান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম কুমার চক্রবর্তী বাচ্চু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক আহাম্মেদ লিটন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ আব্বাস উদ্দীন প্রমুখ। অনুষ্ঠানে ২জন উপজেলা ভাইস চেয়ারম্যান, মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি ও ৫ জন ইউনিয়ন চেয়ারম্যানের মাঝে আনুষ্ঠানিক ভাবে এনআইডি স্মার্ট কার্ড বিতরণ করা হয়।