
মণিরামপুর(যশোর)প্রতিনিধি:১০ এপ্রিল-২০২২,রবিবার।
পিস হিসেবে তরমুজ কিনে চড়া দামে কেজি দরে বিক্রি করার অভিযোগে যশোরের মণিরামপুর বাজারের বিক্রেতা ষষ্ঠী কুণ্ডুকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৯ এপ্রিল) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান আদালত পরিচালনা করে তাকে এ দণ্ড দেন।
একই অভিযানে মূল্য তালিকায় চালের দর উল্লেখ না থাকায় চাল বাজারের তন্নী রাইচ স্টোরের মালিক মনি সংকর কুণ্ডুকে পাঁচ হাজার টাকা, লাইসেন্স নবায়ন না থাকার অপরাধে মৎস্য ও পশু খাদ্য বিক্রেতা মেসার্স মোড়ল ট্রেডার্সের মালিক মোনায়েম হোসেনকে তিন হাজার টাকা ও কারেন্ট জাল বিক্রির অপরাধে মুসলিম স্টোরের মালিক আবুল হোসেনকে দুই হাজার টাকা জরিমানা করেছেন জাকির হোসেনের আদালত।
জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ, ভোক্তা অধিকার যশোরের উপ পরিচালক ওয়ালিদ বিন হাবিব ও আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।
বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম বলেন, তরমুজ বিক্রেতা ষষ্টী কুণ্ডু ১৫০-১৮০ টাকায় পিচ হিসেবে তরমুজ কিনে ৬০ টাকা কেজি দরে একেকটি তরমুজ ২৫০-৩০০ টাকায় বিক্রি করে ক্রেতা ঠকাচ্ছিলেন। এ অভিযোগে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া নানা অভিযোগে আরো তিন ব্যবসায়ীকে ১০ হাজার টাকাসহ আজকের অভিযানে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।