Logo
ব্রেকিং :
কেন্দুয়ায় হ্যান্ডট্রলির ধাক্কায় শিশুছাত্রের মৃত্যু দৌলতদিয়া পদ্মা নদীর তীর থেকে অজ্ঞাত যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার ভাইরাল কিংবা ভিউয়ের জন্য গান করি না— ক্লোজআপ ওয়ান তারকা সাজু এটি প্রথম আলোর ষড়যন্ত্র: হানিফ প্রতিনিয়ত পত্রিকাটি মিথ্যা সংবাদ প্রকাশ করছে : বিপ্লব বড়ুয়া ডিজিটাল নিরাপত্তা আইনে আটক সাংবাদিকদের মুক্তির দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন নেত্রকোনায় ত্রান ও পুর্নবাসন শাখার আয়োজনে কর্মশালা নতুন শিক্ষাক্রম যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে -অঞ্জনা খান মজলিশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নেত্রকোনা জেলা আ’লীগ সভাপতি-সম্পাদকের সৌজন্য স্বাক্ষাত প্রশিক্ষণের মধ্যে দিয়ে পেশাগত দক্ষতার বিকাশ ঘটে –নড়াইল পুলিশ সুপার সাদিরা খাতুন
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

মণিরামপুরে ভবনের ভারা থেকে পড়ে নির্মাণ শ্রমিক এবং মোটরসাইকেলের ধাক্কায় কাঠ ব্যবসায়ী নিহত

রিপোর্টার / ২১ বার
আপডেট বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২০

মণিরামপুর(যশোর) প্রতিনিধি :১২ ফেরুয়ারী-২০২০,বুধবার।
মণিরামপুরে স্কুলের নতুন ভবনে কাজ করার সময় ভারা থেকে পড়ে আব্দুল বারিক (৩৫) নামে এক নির্মাণ শ্রমিক এবং মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল ওয়াদুদ (৬০) নামে অপর এক কাঠ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতদের পরিবারসহ স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
জানাযায়, পৌর এলাকার বিজয়রামপুর-বাঁধাঘাটা গ্রামের মৃত হাফিজ উদ্দীনের পুত্র নির্মাণ শ্রমিক আব্দুল বারিক পৌর এলাকার তাহেরপুর গ্রামে মণিরামপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনে কাজ করছিলেন। গত মঙ্গলবার বিকেলে সে অসাবধানতাবসত ভবনের ভারা থেকে পড়ে গিয়ে মারাত্মক রক্তাক্ত জখম হলে তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে রেফার করলে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু ঘটে। নির্মাণ শ্রমিক বারিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় পৌর কাউন্সিলর মোঃ বসু মোল্লা। অপরদিকে মঙ্গলবার রাতে দিকে মণিরামপুর সরকারি কলেজের পাশে যশোর-সাতক্ষীরা মহা-সড়কে মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল ওয়াদুদ গুরুতর জখম হন। তিনি পাশ্ববর্তী ফতেয়াবাদ গ্রামের মৃত সোবহান বক্সের পুত্র। মুহুর্তের মধ্যে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি দেখে চিকিৎসক তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু ঘটে। কাঠ ব্যবসায়ী ওয়াদুদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ নিস্তার ফারুক।


এ জাতীয় আরো খবর
Tech Support By Nagorikit.Com