কামরুল হাসান জুয়েল ফরিদপুর থেকে:১৯ জানুয়ারী-২০২০,রবিবার।
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র ফাহিম সেখ বাসের চাপায় মৃত্যুর ঘটনায় ঢাকা খুলনা মহাসড়কে কামারখালীতে প্রায় তিন ঘন্টা সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। আড়পাড়া স্কুলের প্রধান শিক্ষক হাফিজুর রহমান বলেন রবিবার সকাল ১০টার দিকে ফাহিম কামারখালী থেকে স্কুলে আসার পথে ঢাকা থেকে খুলনাগামী এম এম পরিবহন একটি বাস রং সাইডে গিয়ে ফাহিমকে সামনে থেকে চাপা দেয়। এ সময় স্থানীয়রা ফাহিমকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। তার মৃত্যুর ঘটনার খবর স্কুলে আসার সাথে সাথে সকল শিক্ষার্থীরা রাস্তায় নেমে ঢাকা-মহাসড়ক অবরোধ করে রাখে। পরে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তফা মনোয়ার ও থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম এবং করিমপুর হাইওয়ে পুলিশের এস আই মোঃ সাফুর আহম্মেদ ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।
কালের কাগজ/প্রতিনিধি/জা.উ.ভি