Logo
ব্রেকিং :
গনতন্ত্রকে হত্যা করছে সরকার– – আমীর খসরু মাহমুদ চৌধুরী আমি জানি রাণীশংকৈল শান্তি প্রিয় এলাকা তারপরেও সজাগ থাকতে হবে— ডিসি মাহবুবুর রহমান বিএনপি নির্বাচনে না এলেও ভোট বর্জন করা যাবে না —– এম,পি হাফিজ উদ্দীন  নেত্রকোনায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার দাবিতে মানববন্ধন নেত্রকোনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা ঘিওর সম্প্রীতি সমাবেশ ও শারদীয় দুর্গোৎসরে মতবিনিময় সভা ঘিওর -হিজুলিয়া- ভররা সড়কের বেহাল অবস্থা ১৬ গ্রামবাসীর হাজার হাজার জনগনের দুর্ভোগ চরমে টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন দৌলতপুরে সম্প্রীতি সমাবেশ ও দূর্গাপূজা উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত নগরকান্দায় অবৈধ ড্রেজার বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

মধুপুরে বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে শিমুল আলু

রিপোর্টার / ১২৩ বার
আপডেট শনিবার, ২২ অক্টোবর, ২০২২

মুক্তার হাসান,টাঙ্গাইল প্রতিনিধি :২২ অক্টোবর-২০২২,শনিবার।

টাঙ্গাইলের মধুপুরে বানিজ্যিক ভাবে চাষ হচ্ছে শিমুল আলু। নাম কাসাভা। ইংরেজি নাম মনিহট ইসোলেন্টা (গড়হরযড়ঃ বংপঁষবহঃধ) । ইহা বহুবর্ষজীবী গুল্ম শ্রেণির গাছ। কান্ড গিট যুক্ত, আগা ছড়ানো, পাতা যৌগিক, গড়ন শিমুল পাতার মতো,করতলাকৃতি, লালচে রঙের দীর্ঘ বৃন্তের মাথায় লম্বাটে ছয় থেকে সাতটি পাতা থাকে। কাসাভা গাছের শিকড় জাত এক ধরনের আলু। জন্মে মাটির নিচে। নানা ভাবে ও পদ্ধতিতে এ আলু খাওয়া যায়। কাসাভা স্থানভেদে প্রচলিত বিভিন্ন নাম রয়েছে। তবে স্থানীয়ভারে কেউ কেউ শিমুল আলু , শিমলাই আলুও বলে থাকেন। কাসাভার পুষ্টিগুণে বহুগুণে গুণান্বিত যা আটার পুষ্টিগুণ গমের আটার চেয়ে অনেক বেশি। এই আটা থেকে রুটি ছাড়াও অনেক প্রকার সুস্বাদু খাবার তৈরি করা যায়। কাসাভা ভিটামিনের দিক দিয়েও শীর্ষে। কাসাভার খাদ্যমানের মধ্যে প্রোটিন আছে ১০ শাতাংশেরও বেশি। আ্যমেইনো অ্যাসিড ও কার্বোহাইড্রেট আছে যথাক্রমে ১০ ও ৩০ শতাংশ। আরে আছে ফ্রকটোজ ও গøুকোজ। খাদ্যোপযোগী প্রতি ১০০ গ্রামে কাসাভা আলুতে রয়েছে ৩৭ গ্রাম শর্করা, ১.২ গ্রাম আমিষ, ০.৩ গ্রাম চর্বি, ৩৫ মিলিগ্রাম ক্যালসিয়াম, ০.৭ মিলিগ্রাম আয়রন, ০.০৯ মিলিগ্রাম ভিটামিন এ, ৩৬ মিলিগ্রাম ভিটামিন সি এবং ১৪৬ ক্যালরি খাদ্য শক্তি। টাঙ্গাইলের মধুপুরের লাল মাটিতে চাষ হচ্ছে এ কাসাভা । এ এলাকায় কাসাভার চাষ যুগ যুগ ধরে। স্থানীয় ভাবে এই কাসাভা শিমুল, শিমলাই আলু নামে সমাধিক পরিচিত। এক সময় গ্রামের মানুষেরা ক্ষুধা নিবারণের জন্য এ আলু প্রচুর খেত। সুস্বাদু থাকায় পেট ভরে খেত স্থানীয়রা। জমির আইল, বাড়ির আশ পাশের পতিত জমিতে , আনারস বাগানের আইলে, বাড়ির আশে পাশে প্রায় বাড়িতে সেকালে মধুপুর উপজেলার বৃহত্তর অরণখোলা, আউশনারা ইউনিয়নে প্রচুর পরিমাণে চাষ করা হতো। ধীরে ধীরে বানিজ্যিক ভাবে আনারস, কলাসহ অন্যান্য ফসল চাষের ফলে শিমুল আলুর চাষ অনেকটা ভাটা পড়েছে। এখন বিদেশে এ আলুর বেশ চাহিদা হওয়ায় কৃষকরা শিমুল আলু বা কাসভা চাষ করতে আগ্রহ প্রকাশ করেন। স¤প্রতি মধুপুরের কৃষি স¤প্রসারণ অধিদপ্তর আবার কাসাভা চাষে কৃষকদের উৎসাহিত করার জন্য প্রশিক্ষন ও বীজ দিয়ে উৎসাহিত করছেন বলে জানান মধুপুরের কৃ্ষকির্মকর্তা কৃষিবিদ আল মামুন রাসেল। তিনি আরও জানান এ বছর মধুপুরে ৪০ হেক্টর জমিতে কাসাভার চাষ হয়েছে।, চলতি বছর আবহাওয়া অনুকুলে থাকায় কাসাভা বা শিমুল , আলুর ভালো ফলন হয়েছে। বিপনন ব্যবস্থা ভালো হলে কৃষকরা লাভবান হবেন।


এ জাতীয় আরো খবর
Tech Support By Nagorikit.Com