মনিরামপুর (যশোর) প্রতিনিধি:২ে৩ জানুয়ারী-২০২০,বৃহস্পতিবার।
রাজনীতিতে বিএনপি করলেও মতলেব ব্যাপারী এখনো প্রভাবশালী। এলাকাবাসীর কাছে মতলেব ব্যাপারী এখনো আতঙ্কের। অন্যর জমি লিখে নেয়া, চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অতি সু-কৌশলে এই মতলেব আরশাদ আলী মোড়লের সাড়ে ১০ শতক জমি লিখেও নিয়েছে। গতকাল মতলেব ব্যাপারী উপজেলার জোকা গ্রামের মৃত ফজর আলী ব্যাপারীর ছেলে। গতকাল মনিরামপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তার বিরুদ্ধে এ সব অভিযোগ তুলে ধরে ষোলখাদা গ্রামের ভূক্তভোগী কৃষক আরশাদ আলী। লিখিত বক্তব্যে আরশাদ আলী জানায়, অভাব অনাটনের কারনে ২০১৮ সালে ১ লক্ষ ৯৬হাজার টাকায় মতলেব ব্যাপারী আরশাদ আলীর নিকট থেকে সাড়ে ১০ শতক জমি বন্ধক নেয়। গ্রামের সহজ সরল কৃষক আরশাদ আলীর নিকট থেকে বিভিন্ন সাদা কাগজে স্বাক্ষর করিয়ে নেয়। পরবর্তীতে টাকা পরিশোধের পর জমি ফেরত চাইতে গেলে মতলেব ব্যাপারী তাকে জানিয়ে দেয় বিক্রিত জমি ফেরৎ কিসের? এ কথা শুনে হতাশ হন আরশাদ আলী। এক পর্যায় অতিরিক্ত আরো লক্ষাধিক টাকা নেয় জমি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতিতে। কিন্তু আজও জমি ফেরত পাইনি কৃষক আরশাদ। উপায়ান্ত তাকে নানা ভাবে হয়রানি করে চলেছে মতলেব ব্যাপারী। লিখিত বক্তব্য আরো জানায়, গত বিএনপি শাসনামলে দলীয় ভাবে ইউপি সদস্য নির্বাচিত হন। এ সময় একই এলাকার হযরত আলীর ৩০ বিঘা জমি জবর দখল করে নেয়। এক পর্যায় অত্যাচারে জীবন বাঁচাতে হযরত আলী তার পরিবার নিয়ে খেদাপাড়ায় চলে আসে। সেখানে এখনো বসবাস করছে। এ ছাড়া এলাকার একটি ঈদগাহের ১ একর ৫ শতক জমি দখল করে নিয়েছে এই মতলেব ব্যাপারী। বর্তমানে সে সরকারের খাস খতিয়ানের দেড় একর জমি দখল করে মাছের ভেড়ি তৈরি করেছে। সদর আলী নামের এক ব্যক্তির পরিবার সহ উচ্ছেদ করেছে। স্থানীয় ঋষি পল্লীর বাসিন্দাদের জিম্মি করে ভোগ দখল করছে তাদের অর্থ সম্পদ। স্থানীয় এক আওয়ামীলীগ নেতার সাথে সক্ষতা রেখে এই মতলেব আলী সেই বিএনপি আমলের মতই ক্ষমতা দেখিয়ে জমি দখল সহ এলাকার মানুষের নানা ভাবে হয়রানি করে চলেছে। আরশাদ আলীর জমি ফেরত পাওয়া সহ মতলেব ব্যাপারীর এহেন কর্মকান্ডের তদন্ত পূর্বক প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।