জি এম ফিরোজ উদ্দিন,মনোহরপুর,মনিরামপুর,প্রতিনিধি:
যশোর জেলার মনিরামপুর উপজেলার মনোহরপুর ইউনিয়নে সময়ের অঙ্গীকার কন্যাশিশুর অধীকার” প্রতিপাদ্য কে সামনে রেখে জাতীয় কন্যাশিশু দিবস ২০২২ উদযাপিত হয়েছে।জাতীয় কন্যা শিশুএ্যাডভোকেসি ফোরাম মনোহরপুর ইউনিয়ন কমিটির আয়োজনে দিন ব্যাপি প্রীতি নারী ফুটবল টুর্নামেন্ট খেলার আয়োজন করেন। খেলাটি কপালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।যে দুটি দল অংশ গ্রহন করেন রজিপুর কে এম এস মাধ্যমিক বিদ্যালয় ও কপালিয়া মাধ্যমিক বিদ্যালয় মধ্যে প্রীতি নারী ফুটবল টুনামেন্টে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক মো সিদ্দিকুর রহমান, ( সভাপতি রজিপুর মাধ্যমিক বিদ্যালয় ), মনোহরপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যও প্যানেল চেয়ারম্যান শংকর মন্ডল,কপালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিম কুমার পাল, ইউপি সদস্য সদর আলী ,ইউপি সদস্য, উজ্জ্বল মন্ডল, সাবেক ইউপি সদস্য,ও ইউনিয়ন কন্যাশিশু এ্যাডভোকেসি ফোরামের সহ-সভাপতি নিমাই মল্লিক, সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র মন্ডল,ভিডিটি সভাপতি সনজিত গাইন,, , রজিপুর বিদ্যালয়ের ও কপালিয়া বিদ্যালয়ের শিক্ষক /শিক্ষিকা সহ, নারীনেত্রী, ইয়ুথ লিডার আবু সাঈদ আরো অনেকেসেখানে উপস্হিত ছিলেন। খেলায় রজিপুর কে,এম এস মাধ্যমিক বিদ্যালয় ১_ ০,গোলে বিজয় লাভ করে।খেলা টি পরিচালনা করেন রজিপুর মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সুফল চন্দ্র রায়। সমগ্র অনুষ্ঠান টি পরিচালনা করেন অমর রায়। জি এম ফিরোজ উদ্দিন মনোহরপুর,প্রতিনিধি ০১৭৩২৬২৬৩০০