একএেম কামাল উদ্দনি টগর, নওগাঁ প্রতনিধিি :১১ জুন-২০২২,শনিবার।
ভারতের দুই শীর্ষস্থানীয় বিজেপি নেতা কর্তৃক মহানবী হযরত মোহাম্মদ (স:)’কে কটুক্তি করার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখা এই কর্মসূচীর ডাক দেয়।
শুক্রবার জুমার নামাজ শেষে পূর্ব ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বিভিন্ন মসজিদ থেকে মুসল্লীরা মুক্তির মোড়ে নওযোয়ান মাঠে এসে জমায়েত হন। সেখানে রাস্তার পাশে সংক্ষিপ্ত আকারে একটি মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলসহ ব্রীজের মোড়ে কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন এলাকায় এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা কমিটির সভাপতি মাষ্টার মো: আশরাফুল আলমের সভাপতিত্বে আয়োজিত এ প্রতিবাদসভায় সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক শহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে ঐ দুই বিজেপি নেতাকে গ্রেফতারের দাবী জানানো হয়।#