কুমিল্লা প্রতিনিধি :১৭ ফেব্রুয়ারি ,রবিবার।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন। রোববার ভোরে চোদ্দ্রগামের জগন্নাথদীঘি ইউনিয়নের গাঙ্গরা এলাকায় এ ঘটনা ঘটে।
হতাহতরা সবাই খুলনার খালিশপুর থেকে চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভাণ্ডার ওরশে যাচ্ছিল বলে জানিয়েছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ।
তিনি জানান, ‘রোববার ভোর সাড়ে ৫টার দিকে মাইজভাণ্ডারগামী যাত্রীবাহী বাসটি জগন্নাথ দিঘির গাঙ্গরা এলাকায় সামনে থাকা একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি উল্টে সড়কে পড়ে গেলে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যায় আরো একজন।’
নিহতরা হচ্ছেন খুলনার খালিশপুরের কাশিপুর গ্রামের সাদের আলীর ছেলে চায়না হিজরা (৫০), আজগর আলীর স্ত্রী হাসি বেগম (৪০), দীঘুলিয়া থানার চন্দ্রিমহল গ্রামের রুস্তম মোল্লার ছেলে আসলাম মোল্লা (৫০), শেরহাটি গ্রামের মোজাফ্ফর আলীর ছেলে সালাম মিয়া (৫২) ও একই এলাকার আনোয়ার হোসেন(৪৫)।
দুর্ঘটনাস্থলে উপস্থিত মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মঞ্জরুল আলম জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। এর মধ্যে ৮/১০ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় ক্লিনিক ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
লাশ উদ্ধার ও দুর্ঘটনা কবলিত গাড়িগুলো হাইওয়ে পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে বলেও জানান তিনি।
কালের কাগজ/প্রতিনিধি/জা.উ.ভি