নিজস্ব প্রতিবেদক:২৬ ফেব্রুয়ারী, ২০২০ ,
মাদক ও সন্ত্রাস প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়েছেন মানিকগঞ্জ-১ আসনে আ’লীগ দলীয় এমপি ও বিসিবি পরিচালক এএম নাঈমুর রহমান দুর্জয়। আধুনি সমাজ গঠনে মাদক একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মাদকের ছোবলে যুব-সমাজের একটি অংশ ক্রমাগত ধ্বংসের মুখে পতিত হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য প্রথমেই মাদককে ‘না’ বলতে হবে।
বুধবার শিবালয় উপজেলা আইন-শৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভায় তিনি এ আহবান জানান।
শিবালয় উপজেলা নির্বাহী অফিসার এএফএম ফিরোজ মাহমুদের সভাপতিত্বে পরিষদ মিলনায়তন হল রুমে অনুষ্ঠিত এ সভায় প্রধান উপদেষ্টা হিসেবে নাঈমুর রহমান দুর্জয় এসব কথা বলেন।
এমপি দুর্জয় আরোও বলেন, মাদক প্রতিরোধে শুধু পুলিশ প্রশাসনের উপর ভরসা করলে চলবে না। সামাজিক ভাবে মাদকসেবী ও ব্যবসায়ীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। দেশ-বিদেশে মাদক চালানের অন্যতম রুট হিসেবে পরিচিত এ উপজেলার পাটুরিয়া-আরিচা ঘাট ও বিভিন্ন নদী পথে নিয়মিত টহল ও মনিটরিং বাড়াতে হবে। মাদক চালানের সাথে জড়িতদের চিহ্নিত করতে হবে।
সভায় শিবালয় উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কমান্ডার রেজাউর রহমান খান জানু, আ’লীগ সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস, শিবালয় থানা ওসি মোঃ মিজানুর রহমান, প্রেসক্লাব সভাপতি বাবুল আকতার মঞ্জুর, উপজেলা পরিষদ ও ইউনিয়ন জনপ্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন