মুক্তার হাসান, টাঙ্গাইল থেকে ঃ২৪ জুলাই-২০১৯,বুধবার।
আগামী ঈদুল আজহার পূর্বে সরকারী শিক্ষক কর্মচারীদের ন্যায়, পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের জন্য ১০% কর্তনের প্রজ্ঞাপন বাতিল ও মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে অনশন কর্মসূচী পালন করেছে শিক্ষক-কর্মচারীবৃন্দ। বাংলাদেশ শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখা এ কর্মসূচীর আয়োজন করেন। বুধবার সকাল ১১টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পূর্ব ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে সংগঠনের সভাপতি শামীম আল মামুন জুয়েলের সভাপতিতে ঘন্টাব্যাপী এ অনশন কর্মসূচী পালন করা হয়। এ সময় স্বাগত বক্তব্য রাখেন, জেলা শিক্ষক সমিতি’র সাধারন সম্পাদক মীর মনিরুজ্জামান। এতে আরো বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মোঃ গোলাম রব্বানী,কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মীর মোঃ আশরাফ হোসেন, বৈদেশিক বিষয়ক সম্পাদক আজহারুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন ও সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিমসহ ১২টি উপজেলার শিক্ষক সমিতির সভাপতি-সম্পাদক ও কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
কালের কাগজ/প্রতিনিধি/জা,উ.ভি