নিজস্ব প্রতিবেদক:২৩ ফেব্রুয়ারী-২০২০,রবিবার।
বাংলাদেশ পরমানু শক্তি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডা: ছানোয়ার হোসেন বলেছেন,সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে গুরুদায়িত্ব দিয়েছেন আমি যেন সততার সাথে দায়িত্ব পালন করতে পারি তার সকল শ্রেনীপেশার মানুষের দোয়া চাই। পরমানু শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী শ্রদ্ধীয় প্রয়াত ড:ওয়াজেদ আলী । সেই সরকারী প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসাবে গুরু দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দিয়েছেন । আমি নিজেকে ভাগ্যবান ও প্রধানমন্ত্রীর নিকট চিররিনী । জাতির কল্যাণে ও দেশের উন্নয়নে নিজেকে উৎসর্গ করার অঙ্গিকার করেন তিনি।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা গতিশীল নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে মধ্যে উন্নয়নের রোল মডেল হিসাবে পরিচিতি পেয়েছে। প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে সারাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন ।
তিনি পরমানু শক্তি কমিশনের চেয়ারম্যান নিয়োগ পওয়ার পর গত ২১ ফেব্রুয়ারী টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা নিজ বাড়িতে যাওয়ার পথে ঢাকা-আরিচা আঞ্চলিক সড়কের বরংগাইল থেকে শতাধিক মোটর সাইকেলের শোভাযাত্রা ও ফুলের পাপড়ি,ফুলের মালায় সিক্ত ।
এদিকে তিনি ২১ ফেব্রুয়ারী দুপুরে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা নিজ বাড়িতে যাওয়ার পথে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবর্ধনা সভায় প্রধান অতিথি পরমানু শক্তি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডা: ছানোয়ার হোসেন সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা গুলো বলেছেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম রাজা,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল কদ্দুস,সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মোল্যা,যুগ্ম সাধারন সম্পাদক শওকত আলী খান,ভাদ্রা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হামিদুর রহমান লালন,প্রভাষক তফিজ উদ্দিন বুলবুল,প্রধান শিক্ষক শহিদুল্লাহ ,দৌলতপুর প্রেসকাবের সভাপতি জালাল উদ্দিন ভিকু,উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো: আতোয়ার রহমান,যুগ্ম সাধারন সম্পাদক মো: হেলাল হোসেন,সরকারী মতিলাল ডিগ্রী কলেজ শাখার সভাপতি মো: শাওন মিয়া ,সাধারন সম্পাদক শেখ হাসান প্রমূখ।
কালের কাগজ/প্রতিবেদক/জা.উ.ভি