আবুল হোসেন গোয়ালনন্দ(রাজবাড়ী):০৬ ফেরুয়ারী-২০২০,বৃহস্পতিবার।
রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার জুরান মোল্ল্যার পাড়ায় চিএ নায়িকা রোজিনার নিজ বাড়ীতে মানবতা কল্যান ফাউন্ডাশনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠান শুরুতে চিএ নায়িকা রোজিনা কে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানান মানবতা কল্যান ফাউন্ডাশনের সদস্যরা। ফুলের শুভেচ্ছা নেয়ার পর চিএ নায়িকা রোজিনা একটি মসজিদের শÍভ উদ্ভোদন করেন , মসজিদটি তৈরিতে দেড় কোটি টাকার খরচ এ অর্থ চিত্র নায়িকা নিজে বহন করবেন বলে জানান।
মসজিদ উদ্ভোদন শেষে অপূর্ব সাহা দ্বিজেনের সভাপতিত্বে এক আলোচনা সভা ্আয়োজন করেন, আলোচনা সভায় চিএ নায়িকা রোজিনা প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন । এছাড়া বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন,
গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মানবতা কল্যান ফাউন্ডাশনের নির্বাহী সদস্য, মো.সোহরাব হোসেন গেদু। মো.জাকির হোসেন, মো.রফিকুল ইসলাম জুনা, মো.বাদল বিশ^াস প্রমূখ।
কালের কাগজ/প্রতিনিধি/জা.উ.ভি