নিজস্ব প্রতিবেদক:২৩ ফেব্রুয়ারী,শনিবার।
মানিকগঞ্জের শিবালয় উপজেলার দূর্গম আলোকদিয়ার চরে প্রস্তাবিত সোলার প্ল্যান্টের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন তিন সদস্যর নরওয়ের এক প্রতিনিধি দল।
শনিবার সকালে তারা ওই সম্ভাব্য স্থানে পরিদর্শন করেন।
এসময় মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, সহ-সভাপতি বিকাশ সাাহা, শিবালয় থানার ওসি মিজানুর রহমান,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আহসান মিঠু, তেওতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় এমপি দুর্জয় বলেন, দূর্গম চরাঞ্চলে বিদ্যুত সুবিধা দিতেই সরকার এই সোলার প্ল্যান্ট নির্মানের উদ্যোগ নিয়েছে। তারই ধারাবাহিকায় নরওয়ের একটি প্রতিনিধি দল সোলার প্ল্যান্টের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন। তাদের প্রতিবেদনের পরই ধারাবাহিকভাবে সোলার প্ল্যান্টের পরবর্তী ধাপের কাজ শুরু হবে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত এই সোলার প্ল্যান্ট নির্মিত হলে প্রত্যন্ত এলাকার মানুষ বিদ্যুতের সুবিধা পাবে। এতে করে তাদের জীবনমানের ব্যাপক উন্নয়ন সাধিত হবে।
কালের কাগজ/প্রতিবেদক/জা.উ.ভি