মোঃ সাইফুল ইসলাম,ঘিওর(মানিকগঞ্জ) থেকে:১২মার্চ-২০১৯,মঙ্গলবার।
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় বানিয়াজুরি ইউনিয়নের উত্তর তরা কেল্লাই পাড়া গ্রামের জমিলা খাতুন (২০) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
নিহতের স্বামীর বাড়ির পাশের আম গাছ থেকে তার ঝুলন্ত মরেদহটি উদ্ধার করে পুলিশ।
নিহত জমিলা খাতুন ওই এলাকার আলামিনের স্ত্রী।
ঘিওর থানা (ওসি তদন্ত) মোঃ আনিসুল হক ও স্থানীয় ইউপি সদস্য আব্দুল লতিফ জানায়, গত ৭-৮ মাস ধরে বিয়ে হয়েছে আলামিনের সাথে। ঢাকার এক হোটেলে কাজ করে আলমিন।
রাতে বাড়িতে এসে দুজনে এক ঘরেই ছিল। শেষ রাতের দিকে কোন একসময় ঘর থেকে বেরিয়ে যায় জমিলা। সকালে স্থানীয় লোকজন আলামিনকে জানায় তোমার বউ গাছে ফাঁস নিয়েছে।
পরে মঙ্গলবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘিওর থানা পুলিশ আম গাছ থেকে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে। তবে কি কারণে ঘটনাটি ঘটেছে তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসাপাতালে প্রেরণ করা হয়েছে।
কালের কাগজ/প্রতিনিধি/জা.উ.ভি